Index Ads

Tuesday, April 16, 2013

টুইটারের তুমুল জনপ্রিয় ‘হ্যাসট্যাগ’ চিহ্নটি এবারে ফেসবুকেও


টুইটারের তুমুল জনপ্রিয়হ্যাসট্যাগচিহ্নটি এবারে দেখা যেতে পারে ফেসবুকেও।নিউইয়র্ক টাইমস’-এর এক প্রতিবেদনে
বলা হয়েছে, হ্যাসট্যাগ চিহ্নটি ফেসবুকে আনতে কাজ করে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হ্যাসট্যাগ দিয়ে খোঁজ করা যাবে।
টুইটারে হ্যাসট্যাগের সঙ্গে কোনো শব্দ লিখে নির্দিষ্ট বিষয়ের ওপর টুইট বা বার্তা খোঁজা হয়। কোনো সৃজনশীল বক্তব্যের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই হ্যাসট্যাগ
ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকের বিভিন্ন বিষয় যাতে হ্যাসট্যাগ দিয়ে সহজেই ব্যবহারকারীরা খুঁজে পান, সে লক্ষ্যে কাজ করছে ফেসবুক। মোবাইল প্ল্যাটফর্মের জন্যই হ্যাসট্যাগের মতো জনপ্রিয় প্রতীক সংযুক্ত করতে কাজ করছে ফেসবুক।
প্রযুক্তিবিশ্লেষকেরা ধারণা করছেন, মোবাইল প্ল্যাটফর্মে বিজ্ঞাপন থেকে আয় বাড়াতে ফেসবুক টুইটারের মধ্যে হ্যাসট্যাগ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা শুরু হচ্ছে

No comments:

Post a Comment